বাসি খাবার রেখে জরিমানা দিল আগ্রাবাদের মোহাম্মদীয়া

| বৃহস্পতিবার , ৯ সেপ্টেম্বর, ২০২১ at ৬:০১ অপরাহ্ণ

বা‌সি খাবার রাখা ও আ‌য়ো‌ডিন ছাড়া লবণ ব্যবহারের দায়ে ২৫ হাজার টাকা জ‌রিমানা করা হয়েছে নগরীর আগ্রাবাদের বাদামতলী মো‌ড়ের ক্যাফে মোহাম্মদীয়া কাবাব অ্যান্ড বিরিয়ানি হাউজকে।

আজ বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে এ জরিমানা করা হয়। বাংলানিউজ

বা‌ণিজ্য মন্ত্রণাল‌য়ের তত্ত্বাবধা‌নে, জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদফতরের মহাপ‌রিচালকের অ‌র্পিত ক্ষমতা এবং চট্টগ্রামের জেলা প্রশাসকের সা‌র্বিক সহায়তায় হাজীপাড়া, চৌমুহনী, বাদামতলী, আগ্রাবাদ বা‌ণি‌জ্যিক এলাকায় এ অভিযান চালানো হয়।

এ‌পি‌বিএন,৯ এর সহায়তায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় কার্যাল‌য়ের উপপ‌রিচালক মোহাম্মদ ফ‌য়েজ উল্যাহ, সহকারী প‌রিচালক (‌মে‌ট্রো) পাপীয়া সুলতানা লীজা ও জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মুহাম্মদ হাসানুজ্জামান।

মুহাম্মদ হাসানুজ্জামান জানান, সকাল ১০টা থেকে প‌রিচা‌লিত অ‌ভিযা‌নে ৪ প্রতিষ্ঠান‌কে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বি‌ভিন্ন ধারায় ৮৫ হাজার টাকা প্রশাস‌নিক জ‌রিমানা করা হ‌য়ে‌ছে। অ‌ভিযা‌নে বা‌সি খাবার, অস্বাস্থ্যকর উপা‌য়ে র‌ক্ষিত খা‌দ্যোপকরণ ও মেয়া‌দোত্তীর্ণ ওষুধ ধ্বংস করা হয়।

জনস্বা‌র্থে এ ধরনের অভিযান অব্যাহত থাক‌বে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের এ কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধঅটোরিকশায় পিকআপের ধাক্কায় নিহত ১, আহত ২
পরবর্তী নিবন্ধজামিন হলো না সাকুর