বাসা বাড়িতে যে দল আবাসিক গ্যাস দেওয়ার প্রতিশুতি দিবেন, আমরা অতিরিক্ত ৫% ভোটের নির্চয়তা দিচ্ছি

| বৃহস্পতিবার , ১৫ জানুয়ারি, ২০২৬ at ৮:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গত ১০ বছর ধরে প্রয়োজনীয় সব প্রক্রিয়া ও অর্থ পরিশোধ করেও অন্তত ২৫ হাজার আবাসিক গ্রাহক গ্যাস সংযোগ পাননি। এই দীর্ঘসূত্রতা ও বৈষম্যের অবসান ঘটাতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা এবং নির্বাচনে প্রার্থীরা ইশতেহারে বিষয়টি উল্লেখ করার জন্য সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী গ্রাহক ও ঠিকাদাররা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এ.কে.এম অলিউল্লা হক। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ নাজমুল হোসেন চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

লিখিত বক্তব্যে জানানো হয়, পেট্রোবাংলার ছয়টি বিতরণ কোম্পানির আওতায় সারাদেশে প্রায় ২ লাখ ১৫ হাজার গ্রাহক গ্যাস সংযোগের অপেক্ষায় রয়েছেন। এর মধ্যে চট্টগ্রামে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অধীনে আবেদন করা ২৫ হাজার গ্রাহক ২০১৫ সাল থেকে ডিমান্ড নোট, অভ্যন্তরীণ পাইপলাইন নির্মাণ, রাস্তা কাটার অনুমতি ও অন্যান্য ফি পরিশোধ করেও আজও সংযোগ পাননি।

বক্তারা অভিযোগ করেন, ১৮ আগস্ট ২০১৪ সালে প্রকাশিত সরকারি গেজেট ও সিটিজেন চার্টার অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে গ্যাস সংযোগ দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও তা দীর্ঘদিন ধরে অমান্য করা হচ্ছে। এতে গ্রাহকদের সঙ্গে প্রতারণা হয়েছে এবং নাগরিকদের সাংবিধানিক সমঅধিকার ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, গ্যাস সংযোগ না থাকায় চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় নির্মিত বহু আবাসিক ভবন কার্যত পরিত্যক্ত হয়ে পড়েছে। ব্যাংক ঋণে নির্মিত এসব ভবন থেকে প্রত্যাশিত ভাড়া না পেয়ে অনেক বাড়ির মালিক আর্থিক সংকটে পড়েছেন, কেউ কেউ দেউলিয়া হওয়ার মুখে।

বিদ্যমান লাইনে চুলা বর্ধিতকরণ কার্যক্রম বন্ধ থাকায় সমস্যা আরও জটিল হয়েছে বলেও জানান বক্তারা। বাড়ির সম্প্রসারিত অংশে গ্যাস সংযোগ না থাকায় ভাড়াটিয়া পাওয়া যাচ্ছে না, ফলে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির বাড়ির মালিকরা নিয়মিত ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ২০১৫ সালে হঠাৎ করে গ্যাস সংযোগ কার্যক্রম বন্ধ থাকায় সারাদেশে প্রায় ২ হাজার ৩০০ ঠিকাদার এবং তাদের সঙ্গে সংশ্লিষ্ট কয়েক হাজার শ্রমিক দীর্ঘদিন ধরে কর্মহীন অবস্থায় রয়েছেন।

এ সময় সাধারণ সম্পাদক এ.কে.এম অলিউল্লা হক বলেন, আসন্ন সংসদ নির্বাচনে প্রার্থীদের কাছে চট্টগ্রামের ২৫ হাজার গ্রাহকের দীর্ঘদিনের বঞ্চনার বিষয়টি তুলে ধরার পাশাপাশি গ্যাস সংযোগ ইস্যুতে সুস্পষ্ট অঙ্গীকার প্রত্যাশা করেন তারা।

সংবাদ সম্মেলন থেকে সরকার, পেট্রোবাংলা ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, নাগরিকদের গ্যাসসহ মৌলিক সেবা প্রাপ্তিতে বিদ্যমান বৈষম্য নিরসনে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

পূর্ববর্তী নিবন্ধকাল আলিয়ঁস ফ্রঁসেজে মোরশেদ আনোয়ার চৌধুরীর একক চিত্র প্রদর্শনী শুরু
পরবর্তী নিবন্ধবেপরোয়া ব্যাটারি রিকশা কেড়ে নিল ব্যবসায়ীর প্রাণ