বাসা পরিবর্তন নিয়ে স্বামীর সাথে ঝগড়া এরপর আত্মহত্যা

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৮ মে, ২০২২ at ৭:৪৬ পূর্বাহ্ণ

নগরীর আকবর শাহ থানাধীন উত্তর কাট্টলীতে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে তসলিমা আকতার (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। গতকাল রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত তসলিমা উত্তর কাট্টলীর রহমানিয়া মসজিদের পাশ্ববর্তী বাসার কামাল হোসেনের স্ত্রী বলে জানিয়েছে পুলিশ।
এ ব্যাপারে পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, বাসা পরিবর্তন নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয় বলে শুনেছি। এই ঝগড়ার জেরে গৃহবধূ তসলিমা আকতার ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে বলে দাবি করেছে তার স্বামী। রাত ৮টার দিকে নিহত তসলিমাকে মূমুর্ষ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি।

পূর্ববর্তী নিবন্ধগুচ্ছের ভর্তি পরীক্ষা এগিয়ে আগস্টে
পরবর্তী নিবন্ধপি কে হালদারসহ ৬ জনের ১১ দিনের বিচার বিভাগীয় রিমান্ড