বাসা থেকে কারখানায় যাওয়ার পথে বাসচাপায় যুবকের মৃত্যু

বোয়ালখালী প্রতিনিধি | রবিবার , ২৮ জানুয়ারি, ২০২৪ at ৮:৫১ অপরাহ্ণ

মীরসরাইয়ে দুপুরের খাবার খেয়ে বাসা থেকে কারখানায় যাওয়ার পথে বাসচাপায় সড়কে মৃত্যু হয়েছে বোয়ালখালীর আবদুল মান্নান (৩০) নামের এক যুবকের।

রবিবার (২৮ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌর সদরে এই দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল মান্নান বোয়ালখালী পৌরসভার ৫নং ওয়ার্ড মাওলানা নুরুল আলমের বাড়ির মৃত আবদুস শুক্কুরের ছেলে।

সে মীরসরাইয়ে বিএসআরএম কারখানার মেকানিক্যাল ডিপার্টমেন্টের টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিল। পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে সে সবার ছোট বলে জানা যায়।

নিহতের বড় ভাই মো. ফারুক বলেন, চাকরির কারণে তাঁকে মীরসরাইতে থাকতে হতো। সপ্তাহে একবার বাড়ি আসতো। রবিবার দুপুরের খাবার খেয়ে আবার কর্মস্থলে যাওয়ার সময় অজ্ঞাত একটি বাসচাপায় সে ঘটনাস্থলে মারা যায়। আবদুল মান্নানসহ আমার আরো এক ভাই সেখানে চাকরি করে।

বোয়ালখালী পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর ঈসমাইল হোসেন আবু বলেন, আমার ওয়ার্ডের আবদুল মান্নান নামের একটি ছেলে মীরসরাইয়ে বাসচাপায় মারা গেছে। সে বিএসআরএম কারখানায় টেকনিশিয়ান পদে কর্তব্যরত ছিল।

পূর্ববর্তী নিবন্ধকাটার দিয়ে তালা ভেঙে কোতোয়ালিতে স্বর্ণের দোকানে চুরি, মামলা
পরবর্তী নিবন্ধরাষ্ট্রপতির সাথে চবি উপাচার্যের সাক্ষাৎ