আনুষ্ঠানিকভাবে প্রচারণার সুযোগ ছিল না। তাই নির্বাচনের আগের দিন গতকাল মঙ্গলবার দিনভর বাসা ও দলীয় কার্যালয়ে ব্যস্ত সময় কাটান বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন। বিভিন্ন ওয়ার্ড থেকে আসা দলীয় নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন। দেন বিভিন্ন নির্দেশনা। দুপুরে রিটার্নিং অফিসারের সাথে দেখা করে ৫৬ জন এজেন্টকে গ্রেপ্তার করা হয়েছে দাবি করে তাদের তালিকা হস্তান্তর করেন।
পরে তিনি সাংবাদিকদের বলেন, এজেন্টরা নির্বাচনের একটি অংশ, তাই নির্বাচনী এজেন্টদের ছাড়িয়ে আনতে কমিশনকে অনুরোধ জানিয়েছি। তিনি গ্রেপ্তারকৃতদের ছেড়ে দেয়ার বিষয়ে আমাদের আশ্বাস দিয়েছেন। আর যদি কমিশন এতে বিফল হয় তাহলে তাদের ব্যর্থতার দায়ভার নিয়ে নির্বাচনী দায়িত্ব থেকে সরে আসা উচিত।
শাহাদাত হোসেন বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক শান্তিপ্রিয় দল। আমাদের আস্থা জনগণের ওপর, আর জনগণের আস্থা ধানের শীষের ওপর। সুষ্ঠু নির্বাচন হলে আমরা বিপুল ভোটে বিজয়ী হব।
তিনি বলেন, একটি অবাধ, নিরপেক্ষ নির্বাচন এবং জনগণের ভোটের প্রতি আগ্রহী করে কেন্দ্রে নেয়ার জন্য আমরা গত তিন মাস যাবত মানুষকে সচেতন করেছি। কিন্তু নির্বাচনের আগ মুহূর্তে বহিরাগত সন্ত্রাসী, মাস্তান ও দলীয় ক্যাডার দিয়ে ভোট কেন্দ্র দখলের পরিকল্পনা করছে। প্রশাসনের অতি উৎসাহী পুলিশ কর্মকর্তা নির্বাচনের পরিবেশ নষ্ট করার জন্য দলীয় নেতাকর্মী এবং আমাদের এজেন্টদের গ্রেপ্তার করে হামলা-মামলা অব্যাহত রেখে ভোট ডাকাতির চেষ্টা করছে। তবে নির্বাচন যেভাবেই হোক আমরা মাঠ ছেড়ে যাব না।
তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, একটি নিরপেক্ষ ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য সাংবাদিক এবং মিডিয়ার ভূমিকা অপরিসীম। আগামীকালের নির্বাচন যাতে সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশে হয় সে ব্যাপারে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি।