বাসায় ফিরলেন খালেদা জিয়া

| শনিবার , ১৮ অক্টোবর, ২০২৫ at ৮:০৮ পূর্বাহ্ণ

প্রায় দুই দিন হাসপাতালে কাটিয়ে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল শুক্রবার রাতে সাড়ে ১১টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসা ‘ফিরোজায়’ তার ফেরার তথ্য দেন অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।

খালেদা জিয়ার এই ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টগুলো মেডিকেল বোর্ড পর্যালোচনা করে তাকে ফেরার পরামর্শ দিয়েছে। আলহামদুলিল্লাহ ম্যাডাম ভালো আছে। খবর বিডিনিউজের।

স্বাস্থ্য পরীক্ষার জন্য গত বুধবার মধ্যরাতে রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন। ওই হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড দীর্ঘ দিন ধরে তার চিকিৎসা দেখভাল করছে। এর আগে গত ২৮ আগস্ট রাতে একই হাসপাতালে কয়েকটি পরীক্ষার জন্য গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন। সেদিন রাতেই তিনি বাসায় ফিরেছিলেন।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতা ভুগছেন।

পূর্ববর্তী নিবন্ধআজ চট্টগ্রাম একাডেমিতে আবৃত্তি প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধ‘জুলাই যোদ্ধাদের’ ওপর পুলিশের হামলায় ক্ষোভ জামায়াত আমিরের