বাসায় ডেকে গৃহকর্মীকে ধর্ষণ, চকবাজারে যুবক গ্রেফতার

আজাদী অনলাইন | শনিবার , ৬ মার্চ, ২০২১ at ৬:৩৯ অপরাহ্ণ

গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে নগরীর চকবাজার থানার খালপাড় এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শনিবার (৬ মার্চ) ভোরে খালপাড় মদীনা আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ধর্ষণের অভিযোগে গ্রেফতার খোরশেদ আলম (২৫) আনোয়ারা উপজেলার বরুমছড়া এলাকার শফীকুল ইসলামের ছেলে। বাংলানিউজ
পুলিশ বলছে, খালপাড় এলাকার এক গৃহবধূ বিভিন্ন বাসায় কাজ করে জীবিকা নির্বাহ করেন। কিছুদিন আগে এই গৃহবধূর সঙ্গে খোরশেদ আলমের পরিচয় হয়। একপর্যায়ে বাসায় এনে ঐ গৃহবধূকে ধর্ষণ করেন তিনি।
ঐ গৃহবধূকে চিকিৎসার জন্য আজ শনিবার দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। এ ঘটনায় চকবাজার থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার বলেন, “ধর্ষণের শিকার নারীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করেছে।”

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে আগুনে ২০ ঘর পুড়ে ছাই
পরবর্তী নিবন্ধজমির টপ সয়েল কাটার দায়ে দুই লাখ টাকা অর্থদণ্ড