বাসার সামনে জমে থাকা পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

আজাদী অনলাইন | সোমবার , ৭ আগস্ট, ২০২৩ at ৪:৫১ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীতে বাসার সামনে জমে থাকা পানিতে ডুবে এক কলেজছাত্রীর মৃত্যুর খবর এসেছে। সোমবার (৭ আগস্ট) সকাল ৮টার দিকে নগরীর এক নম্বর ওয়ার্ডে হাটহাজারীর ফতেহপুরের নন্দীরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।

মৃত শিক্ষার্থীর নাম নিপা পালিত। তিনি হাটহাজারী কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নিপার ফুফাতো ভাই জয় ঘোষ জানান, নিপার ফাইনাল পরীক্ষা চলছিল। নাজিরহাট কলেজে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার জন্য তিনি সকালে বাসা থেকে বের হন। তার বাসার সামনে রাস্তায় পানি জমে আছে। বাসা থেকে একটু সামনে যাওয়ার পর তিনি ডুবে মারা যান।

ওসি মনিরুজ্জামান বলেন, ‘জানতে পেরেছি নিপার মৃগী রোগ ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠিয়েছি।’

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার পারুয়ায় পাহাড় ধসে বিধ্বস্ত দশ বসতঘর
পরবর্তী নিবন্ধকক্সবাজারে পাহাড় ধসে ৩ শিশু সহ নিহত ৪