হাটহাজারীতে ৩১টা বিষধর পদ্মগোখরা সাপের বাচ্চা ও ৪০টা ডিমের খোসা উদ্ধার করেছে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম। গতকাল বুধবার পৌর সদরের ১১ মাইল এলাকার মিঠাছড়ার কূল ৩ নং ওয়ার্ডের একটা বাসা থেকে ২টা রুমের ফ্লোর ভেঙে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম হাটহাজারী প্রতিনিধি রেজাউল করিম রাকিবের নেতৃত্বে ৩১টা বিষধর পদ্মগোখরার বাচ্চা ও ৪০টা ডিমের খোসা উদ্ধার করা হয়। এ সময় তাকে সহযোগিতা করেন জিসাত। পরে উদ্ধারকৃত সাপগুলো হাটহাজারী ১১ মাইল বনবিভাগের সহযোগিতায় গহীন জঙ্গলে অবমুক্ত করা হবে।