বাসায় কেমিক্যাল-রং দিয়ে বানানো হয় নকল জুস

সিলগালা করল প্রশাসন

সাতকানিয়া প্রতিনিধি | রবিবার , ১৩ এপ্রিল, ২০২৫ at ৯:৩২ পূর্বাহ্ণ

সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ফুলতলা বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে একটি নকল জুস কারখানা আবিষ্কার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম এ অভিযান পরিচালনা করেন।

অভিযানের সময় ফুলতলা বাজারের পশ্চিম পাশে একটি বাসায় জুস, লিচি জাতীয় পণ্য ও কেমিক্যাল পাওয়া যায়। সংরক্ষিত পণ্যগুলা যাচাই করে পণ্যের মোড়কে বিএসটিআইয়ের অনুমোদনসহ মোড়কের জন্য প্রয়োজনীয় তথ্যসমূহ অনুপস্থিত পাওয়া যায়। বাসার কক্ষ দুটিতে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরিকৃত পণ্য মজুদ রেখে বিভিন্ন নামের মোড়ক লাগিয়ে সাতকানিয়ার বিভিন্ন দোকানে সরবরাহ করা হয়। এ সময় কক্ষ দুটি থেকে মালিহা ফ্রুটস নামে ১০০০টি খালি কোটা, মালিহা জেলির ৫০০টি খালি কোটা, একটি মালিহা লেভেল মেশিন, নিল মেশিন ১টি, ৫০০টি লেভেল, রং ৫০০ গ্রাম, পাউডার ১২ প্যাকেট, ৪৮ প্যাকেট মশার কয়েল, সিয়াম চা পাতা ১২০ প্যাকেট, ফুচকা ২০০ প্যাকেট ও কুয়াশা লিচি ৫০টি জব্দ করা হয়। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্যগুলো রেখে কক্ষ দুটি সিলগালা করা হয়। একইসাথে এ সকল পণ্য উৎপাদন ও সরবরাহকারীর তথ্য অনুসন্ধান করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য স্যানিটারি ইন্সপেক্টর সাতকানিয়াকে নির্দেশনা দেয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম জানান, বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মানবদেহের জন্য ক্ষতিকর কেমিক্যাল দিয়ে নকল জুস ও লিচি জাতীয় পণ্য তৈরি করে সাতকানিয়াসহ বিভিন্ন এলাকায় বাজারজাত করে আসছিল একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল অভিযান পরিচালনাকালে এর সত্যতা পাওয়া যায় এবং কারখানাটি সিলগালা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচুরি হওয়া কাভার্ডভ্যানসহ ৪০ লাখ টাকার গার্মেন্টস পণ্য উদ্ধার, গ্রেপ্তার ২
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে হালনাগাদ তালিকায় যুক্ত আড়াই লাখ তরুণ ভোটার