বাসযোগ্য নগর প্রতিষ্ঠায় নতুন প্রজন্মের বহুমাত্রিক প্রয়াস প্রশংসাযোগ্য

এসডিজি ইয়ুথ ফোরামের ক্যাম্পেইন

| বুধবার , ১৫ অক্টোবর, ২০২৫ at ৫:৪৪ পূর্বাহ্ণ

এসডিজি ইয়ুথ ফোরামের ক্যাম্পেইন আগামী ২৫ থেকে ৩১ অক্টোবর চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। সপ্তাহব্যাপী ‘এসডিজি ফেস্টিভাল অব অ্যাকশন২০২৫’ উপলক্ষে এসডিজি ইয়ুথ ফোরাম কর্তৃক এক মতবিনিময় সভা গত ১৩ অক্টোবর সিডিএ এর কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম। সভাপতিত্ব করেন ইপসা’র প্রোগ্রাম অফিসার সেতার রুদ্র। বিশেষ অতিথি ছিলেন এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহার, প্রকৌশলী মুহাম্মদ সাইদুল ইসলাম (বাপ্পি), আবিরুল হক, কবিতা ত্রিপুরা প্রমুখ। প্রধান অতিথি বলেন, বাসযোগ্য নগর প্রতিষ্ঠায় নতুন প্রজন্মের বহুমাত্রিক প্রয়াস অত্যন্ত প্রশংসনীয়। পরিকল্পিত এবং বাসযোগ্য নগর গড়তে নতুন প্রজন্মের সৃজনশীল চিন্তা এবং কর্মধারার মাধ্যমে সমন্বিতভাবে অগ্রসর হতে হবে। তিনি আরও বলেন,পরিকল্পিত নগর গঠন কেবল সরকারের একক প্রচেষ্টায় সম্ভব নয়, এটি একটি সমন্বিত প্রক্রিয়া, যেখানে তরুণদের সৃজনশীল চিন্তা এবং উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসডিজি ইয়ুথ ফোরাম নেতৃবৃন্দ জানান, এসডিজি ফেস্টিভাল অব অ্যাকশন অনুষ্ঠানটি তরুণদের জন্য বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সাজানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটির সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগে ওরিয়েন্টেশন
পরবর্তী নিবন্ধসাংবাদিকের উপর হামলার প্রতিবাদে পিজা’র মানববন্ধন