বাসযোগ্যতার সূচক ১৭৩ শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৬৬

| শুক্রবার , ২৩ জুন, ২০২৩ at ৮:৩০ পূর্বাহ্ণ

মহামারীর ধাক্কা সামলে এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় বিভিন্ন শহরের স্বাস্থ্য ও শিক্ষার মানের উন্নতি হওয়ায় ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) করা ‘বাসযোগ্যতার সূচক’ এবার ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালেও ঢাকার অবস্থানের উন্নতি নেই। এই সূচকে ১৭৩ শহরের তালিকায় বাংলাদেশের রাজধানীর অবস্থান এবার ১৬৬তম। গতবছর ১৭২ দেশের মধ্যে ঢাকা একই অবস্থানে ছিল। তালিকার নিচের দিক থেকে হিসাব করলে চারশ বছরের পুরনো এ শহরের অবস্থান দাঁড়ায় ৭ নম্বরে। অর্থাৎ বাসযোগ্যতায় তলানিতে থাকা শহরের তালিকায় ঢাকা সপ্তম। কোন শহর কতটা বাসযোগ্য তা বোঝার জন্য স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামোএই পাঁচ মানদণ্ডে বিচার করে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট। ১০০ ভিত্তিক সূচকে ঢাকার স্কোর এবার ৪৩ দশমিক ৮। গত বছর স্কোর ছিল ৩৯ দশমিক ২। অর্থাৎ, এবারের স্কোরে ঢাকার সামান্য উন্নতি হলেও অন্যদের উন্নতি হয়েছে আরও বেশি। ফলে সূচকে অবস্থানগত কোনো পরিবর্তন হয়নি ঢাকার।

৯৮ দশমিক ৪ স্কোর নিয়ে সবচেয়ে বাসযোগ্য শহরের তকমা ধরে রেখেছে অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। এর আগে ২০১৮ এবং ২০১৯ সালের তালিকাতেও ভিয়েনা ছিল শীর্ষে। কিন্তু কোভিড মহামারীর শুরুতে লকডাউনের সময় অস্ট্রিয়ার এ শহর চলে যায় ১২ নম্বরে। গতবছর আবার শীর্ষস্থান ফিরে পায় এ শহর। ৯৮ স্কোর নিয়ে এবারের তালিকায় দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে ডেনমার্কের কোপেনহেগেন। তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়ার দুই শহর মেলবোর্ন ও সিডনি। তার পরের অবস্থানটি কানাডার শহর ভ্যাংকুভারের।

শীর্ষ দশের মধ্যে চারটি অবস্থান এবার ইউরোপের দখলে। কানাডার তিনটি শহর আছে এই তলিকায়। এশিয়ার মধ্যে কেবল জাপানের রাজধানী টোকিও শীর্ষ দশে জায়গা করে নিতে পেরেছে। গতবারের মত এবারও তালিকার সবচেয়ে নিচে রয়েছে যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার রাজধানী দামেস্ক, সব মিলিয়ে স্কোর এবার ৩০.৭। অর্থাৎ, বাসযোগ্যতার বিচারে সবচেয়ে খারাপ দশায় আছে এ শহর।

৪০ দশমিক ১ স্কোর নিয়ে লিবিয়ার ত্রিপোলি তালিকার ১৭২তম এবং ৪২ স্কোরে আলজেরিয়ার আলজিয়ার্স ১৭১তম অবস্থানে আছে। নাইজেরিয়ার লাগোস, পাকিস্তানের করাচি, পাপুয়া নিউ গিনির রাজধানী পোর্ট মোরসবির পরই ১৬৬ নম্বরে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

পাঁচ সূচকের মধ্যে ঢাকা সবচেয়ে কম ২৬.৮ স্কোর পেয়েছে অবকাঠামোতে, এই সূচকে ঢাকার চেয়ে খারাপ দশায় আছে কেবল যুদ্ধে জেরবার ইউক্রেনের রাজধানী কিয়েভ। এমনকি তালিকার তলানিতে থাকা দামেস্কও অবকাঠামোতে ৩২ দশমিক ১ স্কোর পেয়েছে। স্বাস্থ্যখাতে ঢাকার স্কোর ২৯ দশমিক ২ থেকে বেড়ে এবার ৪১ দশমিক ৭ হয়েছে, যা কিইভ ও পোর্ট মোরসবির সমান, করাচি, আলজিয়ার্স ও ত্রিপোলির চেয়ে কম। সংস্কৃতি ও পরিবেশের বিচারে ঢাকাকে ৪০., স্থিতিশীলতায় ৫০ এবং শিক্ষায় ৭৫ স্কোর দিয়েছে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট। এর মধ্যে শিক্ষায় ঢাকার স্কোরে উন্নতি হলেও স্থিতিশীলতায় অবনতি হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবায়েজিদে ১ হাজার ২১৩ কার্টন বিদেশি সিগারেটসহ গ্রেপ্তার ২
পরবর্তী নিবন্ধসড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর ব্যাগে ১০ হাজার ইয়াবা!