বাসন্তী ভট্টাচার্যের পরলোকগমন

আজাদী ডেস্ক | সোমবার , ১২ জুলাই, ২০২১ at ১১:২৬ পূর্বাহ্ণ

যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের অন্যতম সাক্ষী বাসন্তী ভট্টাচার্য (৭২) গত শনিবার রাত ১০টায় চিকিৎসাধীন অবস্থায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তিনি এক পুত্রসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। মহেশখালী প্রতিনিধি জানান, যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের অপর সাক্ষী ও মহেশখালী মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ডা. মো. ফিরোজ খান বলেন, বাসন্তী ভট্টাচার্যের স্বামীর নাম আদিনাথ ভট্টাচার্য। ১৯৭১ সালের ৬ মে পাক হানাদার বাহিনী ও রাজাকাররা মহেশখালীতে তাকে হত্যা করে। তাদের বাড়ি মহেশখালী পৌরসভার গোরকঘাটার মাতবর পাড়ায়। তার মৃত্যুতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, মহেশখালী মুক্তিযুদ্ধ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক শান্তিপদ দে, বাংলাদেশ লোকনাথ ব্রহ্মচারী সেবক ফোরাম-চট্টগ্রাম, চট্টগ্রাম কর কর্মচারী কল্যাণ সমিতি, কৃপা সংগঠনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

পূর্ববর্তী নিবন্ধসাংবাদিক পরিচয়ে ইয়াবা পাচার, আটক ১
পরবর্তী নিবন্ধআমিনুল হক