বাসদ (মার্কসবাদী) প্রার্থীর সমর্থনে মিছিল, লিফলেট বিতরণ

| রবিবার , ২৫ জানুয়ারি, ২০২৬ at ১০:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম১১ আসনে বাসদ (মার্কসবাদী) মনোনীত প্রার্থী দীপা মজুমদারের প্রচার মিছিল, লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। তিনি বিভিন্নস্থানে গণসংযোগ করেন ভোট প্রার্থনা করেন। মিছিল ও গণসংযোগকালে বিভিন্ন সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম১১ আসনে বাসদ(মার্কসবাদী) মনোনীত প্রার্থী দীপা মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন তার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক জাহেদুন নবী কনক, রিপা মজুমদার,পুষ্পিতা নাথ প্রমুখ। সমাবেশে দীপা মজুমদার জনগণের অধিকারের দাবিতে বিগত সময়ে রাজপথে সোচ্চার থাকা, জনগণের প্রতি দায়বদ্ধসৎনিঃস্বার্থ এবং বাসদ (মার্কসবাদী) মনোনীত প্রার্থী হিসেবে তাকে ভোট দেওয়ার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবি কেন্দ্রে রাবির ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষা সম্পন্ন
পরবর্তী নিবন্ধআনোয়ারায় নবগঠিত গাউছিয়া কমিটির অভিষেক