বাসদ নেতা মোশারফ হোসেন রুনুর ইন্তেকাল

| রবিবার , ১৫ মে, ২০২২ at ৫:৫০ পূর্বাহ্ণ

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল নেতা মোশারফ হোসেন রুনু আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি কর্ণফুলী উপজেলার বড়উঠান এলাকার আলী আশরাফ খানের ছেলে। মোশারফ হোসেন রুনু নব্বই দশক থেকে বাসদ রাজনীতির সাথে যুক্ত ছিলেন।
গতকাল শনিবার সকাল ১১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাগ্নে মাসরুর হক চৌধুরী। তিনি জানান, গতকাল শুক্রবার তিনি হঠাৎ স্ট্রোক করেন। তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। গতকাল সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ ও চট্টগ্রামের সমন্বয়ক আল কাদেরী জয়, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক সত্যজিত বিশ্বাস, বাসদ মার্কসবাদী চট্টগ্রাম জেলার সমন্বয়ক শফিউদ্দীন কবির আবিদ।

পূর্ববর্তী নিবন্ধশাকপুরা ইউনিয়ন আ. লীগের স্মরণসভা
পরবর্তী নিবন্ধডাক্তার মোহাম্মদ ইসাক