বাসচালক থেকে প্রেসিডেন্ট, মাদুরোর ওপর ট্রাম্পের কেন এত রাগ

| রবিবার , ৪ জানুয়ারি, ২০২৬ at ৩:২৪ পূর্বাহ্ণ

একটা সময় পর্যন্ত সংসার চালাতে বাস চালাতেন মাদুরো। ক্রমে ভেনেজুয়েলার বামপন্থী প্রেসিডেন্ট উগো শাভেজের ঘনিষ্ঠ হয়ে ওঠেন। ২০১৩ সালে শাভেজের মৃত্যুর পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হন তিনি। শাভেজ এবং তার পর মাদুরোর ২৬ বছরের শাসনে ভেনেজুয়েলায় নিরঙ্কুশ কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়েছে তাদের দল ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি অফ ভেনেজুয়েলার।

দীর্ঘ দিন ধরেই ভেনেজুয়েলা আর্থিক সঙ্কটে ভুগছে। মাদুরোর নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠেছে। তার পরেও অবশ্য ২০২৪ সালের নির্বাচনে কার্যত হইহই করে পুনর্নির্বাচিত হয়েছেন মাদুরো। ভেনেজুয়েলার বিরোধী দলগুলির অভিযোগ, তাদের প্রার্থী এডমুন্ডো গঞ্জালেজই বিপুল ভোটে জয়ী হয়েছেন। কিন্তু নিজের প্রভাব খাটিয়ে ভোটে কারচুপি করেছেন মাদুরো। মাদুরোর বিরুদ্ধে প্রার্থী হওয়ার কথা ছিল বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদোর। কিন্তু তাঁকে ভোটে লড়তে দেওয়া হয়নি। ২০২৫ সালে ভেনেজুয়েলায় ‘গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ের স্বীকৃতিস্বরূপ’ মাচাদোকে নোবেল শান্তি পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়।

ট্রাম্পের সঙ্গে মাদুরোর সংঘাত বহু দিনের। ভেনেজুয়েলার বিরুদ্ধে মাদকের কারবার চালানোর অভিযোগ তুলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। ভেনেজুয়েলার শরণার্থীদের আমেরিকায় আশ্রয় নেওয়া নিয়েও আপত্তি ছিল ট্রাম্পের। ২০১৩ সালের পর থেকে ভেনেজুয়েলা থেকে বহু মানুষ আমেরিকায় আশ্রয় নিয়েছেন। তা নিয়ে দুই দেশের মধ্যে একটা চাপানউতর ছিলই। সমপ্রতি মাদক চোরাচালান দুই দেশের সম্পর্ককে আরও খারাপের দিকে নিয়ে যায়। আমেরিকার অভিযোগ, মাদক পাচার এবং অন্যান্য অপরাধের জন্য তেল সম্পদ ব্যবহার করছে ভেনেজুয়েলা। ওই তেল আদতে চুরি করা হচ্ছে ভেনেজুয়েলার বিভিন্ন খনি থেকে। তার পর তা বিক্রি করে জঙ্গিকার্যকলাপে ব্যবহার করা হচ্ছে।

ভেনেজুয়েলার বিরুদ্ধে সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়ে সমপ্রতি সে দেশের তেলের ট্যাঙ্কার চলাচলের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা করেন ট্রাম্প। স্পষ্ট জানিয়ে দেন, ভেনেজুয়েলা সীমান্তে কোনও তেলের ট্যাঙ্কার আসাযাওয়া করতে পারবে না। ভেনেজুয়েলার সরকারকেও ফের ‘জঙ্গি গোষ্ঠীর’ তকমা দেন তিনি। তা ছাড়া প্রেসিডেন্ট হিসাবে মাদুরোর বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন ট্রাম্প।

পূর্ববর্তী নিবন্ধ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯২ শতাংশ
পরবর্তী নিবন্ধআমেরিকার এই ডেল্টা বাহিনী কী?