বাশিস নেতৃবৃন্দের সঙ্গে মাইজভাণ্ডারী ফাউন্ডেশনের মতবিনিময় সভা

| মঙ্গলবার , ৩ জানুয়ারি, ২০২৩ at ১০:১১ পূর্বাহ্ণ

গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষাকে আরো যুগোপযোগী করার লক্ষ্যে বাংলাদেশ শিক্ষক সমিতি বাশিস নেতৃবৃন্দের সঙ্গে মাইজভাণ্ডারী ফাউন্ডেশন ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিআইআরআই) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার রাতে খুলশীস্থ মাইজভাণ্ডারী খানকা শরীফের কনফারেন্স রুমে গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহছুফী সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.) এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ড. শামসুদ্দীন শিশির।

সভায় অতিথি ছিলেন গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের নায়েব সাজ্জাদানশীন, মাইজভাণ্ডারী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ডিআইআরআই’র ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী (ম.)। আলোচক ছিলেন ডিআইআরআই’র মেম্বার সেক্রেটারি কাজী মোহাম্মদ সাইফুল আচফিয়া। সভায় গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা আয়োজনের বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের মতামত তুলে বিভিন্ন পরামর্শ দেন শিক্ষক নেতারা।

বাংলাদেশ শিক্ষক সমিতি বাশিস কেন্দ্র, চট্টগ্রাম অঞ্চল, মহানগর, দক্ষিণ ও উত্তরের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন রনজিৎ কুমার নাথ, নুরুল হক ছিদ্দিকী, মোহাম্মদ ওসমান গণি, সৈয়দ লকিতুল্লাহ, প্রদীপ কানুনগো, সঞ্জীব কুসুম চৌধুরী, কৃষ্ণ শেখর দত্ত, শিমুল কান্তি মহাজন, মুহাম্মদ আবদুল মান্নান, আবদুল মালেক, মো. মকছুদুল করিম, মোহাম্মদ ছবুর, বাবুল দাশ গুপ্ত এবং গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা আয়োজক কমিটির সমন্বয়ক।

সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী (ম.) সার্বিক তত্ত্বাবধানে শিক্ষার্থীদের নৈতিক উন্নয়ন ও মেধা বিকাশের লক্ষ্যে ২০১৪ সাল থেকে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তি দিয়ে আসছে মাইজভাণ্ডারী ফাউন্ডেশন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশোভনদন্ডী স্কুল এন্ড কলেজে মা সমাবেশ
পরবর্তী নিবন্ধসাবেক ছাত্রনেতা ফরিদুল আলম খাঁনের ইন্তেকাল