‘বাল্য বিবাহ ও শিশুশ্রম নিরসনে করণীয়’ বিষয়ক গতকাল বুধবার চট্টগ্রাম বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কর্ণফুলী আরবান প্রোগ্রাম আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ড. প্রকাশ কান্তি চৌধুরী। উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের জ্যেষ্ঠ পরিচালক (অপারেশন্স ও প্রোগ্রাম কোয়ালিটি অ্যাসুরেন্স) চন্দন জেড গোমেজ, শ্রম অধিপ্তরের বিভাগীয় পরিচালক এস এম এনামুল হক এবং জেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাধবী বড়ুয়া। চট্টগ্রাম জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক বদিউল আলমের সভাপতিত্বে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়ার্ল্ড ভিশনের ফিল্ড অ্যাডভোকেসী অ্যান্ড সোশ্যাল একাউন্টিবিলিটি কো-অর্ডিনেটর মো. জামালউদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে মো. আশরাফ উদ্দিন বলেন, করোনার পূর্বে সরকার বাল্য বিবাহ ও শিশুশ্রম অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছিলো। কিন্তু করোনা পরিস্থিতি বাল্যবিয়ের ঝুঁকি ও হার অনেক বাড়িয়ে দিয়েছে। এখন আবারও ব্যাপকভাবে বাল্যবিয়ে বন্ধে কাজ করতে হবে। তিনি বলেন, ২০২৫ সালের মধ্যে সরকার শিশুশ্রম নিরসনে লক্ষ্যমাত্রা ঠিক করেছে। বিশেষত ঝুঁকিপূর্ণশ্রম থেকে। আর এটি বাস্তবায়নে কাজ করছে সরকার। বাল্যবিবাহ ও শিশুশ্রম নিরসনে সরকারি, বেসরকারি ও প্রাইভেট সেক্টরের প্রতিনিধিদের একযোগে কাজ করতে হবে।
স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের ডেপুটি ডাইরেক্টর (ফিল্ড প্রোগ্রাম অপারেশন্স- আরবান এবং রুরাল ক্লাস্টার)। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের চট্টগ্রাম এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার স্টিফেন হালদার রুবেন। প্রেস বিজ্ঞপ্তি।