চট্টগ্রাম জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্যদের দক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে দুদিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়েছে। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনালের সহায়তায় গত ১১ থেকে ১২ এপ্রিল চট্টগ্রাম জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করে উন্নয়ন সংগঠন ইপসা।
ইপসা বাল্যবিবাহ প্রতিরোধ প্রকল্পের জেলা সমন্বয়কারী ওমর শাহেদ হিরুর সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মো. মমিনুর রহমান। তিনি বলেন, বাংলাদেশ সরকার ২০২১ সালের মধ্যে ১৫ বছরের নিচে সকল শিশুর বাল্যবিবাহ নির্মূল এবং ১৫-১৮ বছরের শিশুর বাল্যবিবাহ এক তৃতীয়াংশ হ্রাস করার ঘোষণা দিয়েছে। একইসাথে ২০৪১ সালের মধ্যে বাল্যবিবাহ সম্পূর্ণভাবে নির্মূল করারও প্রত্যয় ব্যক্ত করেছে। তথ্য প্রযুক্তির উন্নয়নের সুবাদে এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার সাহায্যে বাল্যবিবাহ প্রতিরোধে উল্লেখযোগ্য অগ্রগতি হচ্ছে।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইপসা বাল্যবিবাহ প্রতিরোধ প্রকল্পের বিভাগীয় সমন্বয়কারী ফারহানা ইদ্রিস। উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার শাহিনা সুলতানা, মহিলা বিষয়ক কার্যালয়ের উপপরিচালক মাধবী বড়ুয়া, অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট সুমনী আক্তার, পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ, রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুস, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম, সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক সুব্রত কুমার চৌধুরী, ইপসা বাল্যবিবাহ প্রতিরোধ প্রকল্পের প্রোগ্রাম অফিসার রুবাইয়্যাৎ বিনতে হেলাল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।