বাল্যবিবাহ থেকে রক্ষা পেল রাউজানের স্কুল ছাত্রী

রাউজান প্রতিনিধি | মঙ্গলবার , ১১ এপ্রিল, ২০২৩ at ৫:৪৯ পূর্বাহ্ণ

রাউজানের পূর্বগুজরা উচ্চ বিদ্যালয়ের অপ্রাপ্ত বয়স্ক দশম শ্রেণীর এক ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।

জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে পূর্বগুজরা ইউনিয়নের চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহমদ এ বিয়ে বন্ধ করেন। এর আগে অপ্রাপ্ত বয়স্ক ওই ছাত্রীর বিয়ের সংবাদ পায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল শাহা। তিনি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদারকে অবহিত করেন। পরে নির্বাহী কর্মকর্তার নির্দেশ পেয়ে চেয়ারম্যান বিয়ে বন্ধ করেন। উল্লেখ্য, গতকাল সোমবার ইউনিয়নের আবদুল শুক্কুরের দুবাই প্রবাসী ছেলে মো. হাসানের (২২) সাথে এই ছাত্রীর আকদ অনুষ্ঠান ছিল স্থানীয় একটি মসজিদে।

পূর্ববর্তী নিবন্ধস্বর্ণের দাম ভরিতে কমেছে ১ হাজার ৯৮৩ টাকা
পরবর্তী নিবন্ধআরসার অস্ত্র জোগানদাতা আটক