বাল্যবিবাহ ও মানব পাচার প্রতিরোধে সচেতনতামূলক সমাবেশ

| বৃহস্পতিবার , ১২ নভেম্বর, ২০২০ at ৬:২৩ পূর্বাহ্ণ

বাল্যবিবাহ ও মানবপাচার প্রতিরোধে বাকলিয়া, বগারবিল, শান্তিনগর, এরশাদ মাঝি কলোনিতে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা চট্টগ্রাম ইউনিট আয়োজিত গণসচেতনতামূলক সমাবেশ গত ১০ নভেম্বর অনুষ্ঠিত হয়। ইউএসএইড অর্থায়নে উইনরক ইন্টারন্যাশনালের সার্বিক কারিগরি সহায়তায় পরিচালিত বিএসইএইচআর প্রকল্পের আওতায় সমাবেশে সংস্থার প্রোগ্রাম অফিসার মুখলিসুর রহমান ফরহাদী বলেন, সমাজে বাল্যবিবাহ বন্ধে কার্যকর ভূমিকা রাখতে হবে সম্মিলিতভাবে এবং মানবপাচার বন্ধে গণসচেতনতা সময়ের দাবি। বাল্যবিবাহের কারণে মা ও শিশুর স্বাস্থ্যহানি ঘটে। এর ফলে অল্প বয়সে মা হওয়া ও প্রতিবন্ধী শিশু জন্মদানের আশঙ্কা তৈরি হয়। তাছাড়া নারী ও শিশু নির্যাতন বৃদ্ধি পায়, বিবাহ বিচ্ছেদ ঘটে। বাল্যবিবাহের শিকার ব্যক্তিকে মানবপাচারের ঝুঁকিতে ঠেলে দেয়। তিনি বলেন, মানবপাচারকারী কোনো একক ব্যক্তি হলে তার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড এবং কমপক্ষে ৫ বছর সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানার আইন করা হয়েছে।এসময় উপস্থিত ছিলেন রায়হান উদ্দীন, খোরশেদ আলম, নূর নবী, আয়েশা খানম, খোদেজা বেগম, জোবেদা, সানজিদা, নূূর নাহার, বিলকিছ, রিমা, রত্না, আসমা, শেফালী ও জোস্না। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাজী মোস্তফা বেগম যুব ফাউন্ডেশনের সেলাই প্রশিক্ষণ কর্মসূচি
পরবর্তী নিবন্ধতিন দাবিতে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের সমাবেশ