বাল্মিকী প্রতিভা মঞ্চস্থ

শেষ হলো গণায়ন নাট্য উৎসব

| শুক্রবার , ১৭ অক্টোবর, ২০২৫ at ৯:৪২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে ‘সৃজনে সংগ্রামে মুক্তির অভিযাত্রায় গণায়নের ৫০ বছর ‘শীর্ষক গণায়ন নাট্য উৎসব গতকাল বৃহস্পতিবার শেষ দিন হয়। সমাপনী দিনে মুক্তমঞ্চে জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, চট্টগ্রাম রবীন্দ্র সংগীত পরিবেশন করে। জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ চট্টগ্রামকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন গণায়ন নাট্যজন মো. আবু তাহের। ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন শিল্পী শ্রেয়সী রায়। মিলনায়তনে ফেইম পরিবেশন করে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত, তিলোত্তমা সেন গুপ্তা নির্দেশিত নাটক ‘বাল্মিকী প্রতিভা’। নাটক শেষে ফেইমকে ক্রেস্ট প্রদান করেন গণায়ন নাট্য উৎসবের আহ্বায়ক ডা. মনোতোষ ধর। শেষে মুক্ত মঞ্চে গণায়ন নাট্য সমপ্রদায়ের শিল্পীরা নাটকের গান পরিবেশন করে। জাতীয় সংগীতের মাধ্যমে নাট্য উৎসবের সমাপ্তি ঘটে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধওয়ানডে দলে প্রথমবার জায়গা পেলেন মাহিদুল ফিরেছেন সৌম্য আর বাদ পড়েছেন নাঈম শেখ
পরবর্তী নিবন্ধমেধা দিয়ে বেশি কিছু হয় না, অদম্য ইচ্ছা থাকতে হবে : জয়া আহসান