বাল্ক এলপিজি ডিস্ট্রিবিউশনে কোটা পদ্ধতি চালু করতে হবে

মো. শামীম চৌধুরী

| শনিবার , ১ মে, ২০২১ at ৬:২৬ পূর্বাহ্ণ

এলপিজি খাতের সব পর্যায়ের বিনিয়োগ সুরক্ষিত করার জন্য বাল্ক এলপিজি ডিস্ট্রিবিউশনে কোটাভিত্তিক পদ্ধতি চালু করা জরুরি। বিনিয়োগ অনুপাতে এই কোটা চালু করা হলেও ছোট বড় সবার বিনিয়োগ নিরাপদ হবে। আগামী ২০২১-২২ অর্থবছরের বাজেট ভাবনা নিয়ে এ কথা বলেছেন এলপিজি বোটলার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (লাবাব) ও পদ্মা এলপি গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শামীম চৌধুরী।
তিনি বলেন, ‘বর্তমানে সরকার কর্তৃক ৫ শতাংশ হারে উৎপাদন পর্যায়ে ভ্যাট আরোপিত হওয়ায় প্রতি সিলিন্ডারে ৪০-৬০ টাকা পর্যন্ত উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। যেখানে আমাদের পার্শ্ববর্তী দেশে এলপিজি ব্যবহার বৃদ্ধির জন্য সরকার ভর্তূকির মাধ্যমে ভোক্তাদের কাছে এলপিজি পৌঁছে দিচ্ছে। এক্ষেত্রে আগামী ২০২১-২২ অর্থবছরের বাজেটে এলপিজির উপর ইতোমধ্যে আরোপিত ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করতে হবে।
এ উদ্যোক্তা বলেন, ‘দেশে ছোট বড় সবগুলো কোম্পানি মিলিয়ে এলপিজি খাতে বর্তমানে ৩২ হাজার কোটি টাকার বিনিয়োগ দাঁড়িয়েছে। বর্তমানে ৫৭টি কোম্পানি অনুমোদন নিয়ে ২৮টি কোম্পানি ব্যবসা পরিচালনা করছে। সরকারের উচিত সকল এলপিজি অপারেটরদের বিনিয়োগকে সুরক্ষিত করা।’
তিনি বলেন, ‘এখন বড় বড় অনেক বিনিয়োগকারী মোটা পুঁজি নিয়ে বাজারে আসছে। তারা ভবিষ্যত চিন্তা না করেও নিজেদের বাজার সম্প্রসারণের দিকে ঝুঁকে অশুভ প্রতিযোগিতায় লিপ্ত হয়েছেন। এতে ছোট ছোট বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বেশি। এভাবে চলতে থাকলে ছোট অপারেটরগুলো পুঁজি হারিয়ে দেউলিয়া হয়ে যাবে। এভাবে চলতে থাকলে আগামী কয়েক বছরের মধ্যে গুটিকয়েক প্রতিষ্ঠানের হাতে জিম্মি হয়ে পড়বে পুরো এলপিজি সেক্টর। এতে দেশের ভবিষ্যত জ্বালানি নিরাপত্তা হুমকিতে পড়বে। ফলস্বরূপ ভোক্তারাই বেশি ক্ষতিগ্রস্ত হবেন।’

পূর্ববর্তী নিবন্ধগভীর রাতে যুবলীগ নেতার বাড়িতে গুলিবর্ষণ
পরবর্তী নিবন্ধএলপিজির উন্নয়নে সুষ্ঠু নীতিমালা প্রণয়ন জরুরি