বালু উত্তোলনের প্রমাণ পেল পুলিশ

জিডির সূত্রে তদন্ত

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৩ জুন, ২০২৪ at ৮:১৬ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে উপজেলার সোনাইছড়ি ও কুমিরা সাগর উপকূলীয় এলাকায় বালু উত্তোলনের প্রমাণ মিলেছে পুলিশের তদন্তে। গতকাল বুধবার আদালতে প্রতিবেদন জমা দিয়েছে সীতাকুণ্ড মডেল থানার পুলিশ।

প্রসঙ্গত, গত ১৮ ফেব্রুয়ারি সীতাকুণ্ড মডেল থানায় একটি জিডি করেন মোহরম ইস্পাত শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের মালিক মো. কামাল পাশা। এর সূত্র ধরে তদন্তে নামে পুলিশ। পরবর্তীতে গতকাল বুধবার জিডির বিষয়টি তদন্ত করে আদালতে প্রতিবেদনটি পাঠান সীতাকুণ্ড মডেল থানার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. মনোয়ার হোসেন। প্রতিবেদনে জনৈক মহসিন রাজাসহ কয়েকজনের নাম উল্লেখ করে বলা হয়, কয়েকজন ব্যক্তি সাগর থেকে বালু উত্তোলনের জন্য অনুমতি ছাড়া মোহরম ইস্পাত শিপ ইয়ার্ডের ভেতর দিয়ে একটি মোটা পাইপ বসিয়ে বালু উত্তোলন করে। তদন্তে বিষয়টির সত্যতা পায় সংশ্লিষ্ট কর্মকর্তা।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের কোনো সুযোগ নাই। জড়িদের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দেওয়া হয়েছে। জড়িতরা ছাড় পাবে না।

পূর্ববর্তী নিবন্ধসিটি গেইটে গার্মেন্টসের গুদামে আগুন, দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে
পরবর্তী নিবন্ধউপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথগ্রহণ