মীরসরাই উপজেলার ফেনী নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় গোলার আগুন লেগে একটি বসতঘরের আংশিক পুড়ে যায়। গত বুধবার রাত দেড়টা নাগাদ করেরহাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড জয়পুর পূর্ব জোয়ার এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মীরসরাই উপজেলায় ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে চলছে চরম উত্তেজনা। বুধবার রাত দেড়টার দিকে করেরহাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জয়পুর পূর্ব জোয়ার এলাকায় স্থানীয় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় এক পক্ষের লোকজন প্রতিপক্ষকে লক্ষ করে প্রায় ৮–১০টি বিস্ফোরক জাতীয় বস্তু নিক্ষেপ করে। এর মধ্যে দুয়েকটি গ্রামীণ বাড়ির চালে পড়লে তাতে আগুন লেগে যায়। স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে বালু উত্তোলনকারীরা কৃষি জমি কেটে নিয়ে যাচ্ছে। এটি ফসলি জমি ও পরিবেশের ক্ষতি করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বলেন, নদী থেকে বালু উত্তোলনকারীরা অনেক আগে থেকেই সরকারি নির্দেশনা উপেক্ষা করে অবৈধভাবে এ কাজ করছে। তাদের মধ্যে প্রভাবশালীরা স্থানীয় রাজনৈতিক দলের সদস্য হতে পারে। প্রতিবাদ করলে তাদের ওপর হামলা এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, আমি থানায় নতুন যোগদান করেছি। বিষয়টি নিয়ে আমরা জানা নেই এবং কেউ অভিযোগও করেনি। এরপরও ঘটনাস্থলে টিম পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম বলেন, আমরা অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছি। নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছি। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে শীঘ্রই অভিযান পরিচালনা করা হবে।