বালুর ট্রাকে করে বিদেশি মদ পাচার, আটক ৩

খাগড়াছড়ি প্রতিনিধি | রবিবার , ৯ জুন, ২০২৪ at ৯:৩৯ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে বালুর ট্রাকে করে বিদেশি মদ পাচারের সময় তিনজনকে আটক করেছে পুলিশ। এসময় জব্দ করা হয়েছে ১০৮ বোতল বিদেশি মদ। এসবের বাজার মূল্য আনুমানিক চার লাখ টাকা।

গতকাল শনিবার সকালে নিজ কার্যালয়ে আয়োজিত প্রেস বিফ্রিংয়ে পুলিশ সুপার মুক্তা ধর জানান, শুক্রবার রাতে ভারতের সীমান্তবর্তী উপজেলা পানছড়ি থেকে বালু বোঝাই ট্রাকে করে চার কার্টনে বিদেশি মদ জেলা সদরে পাচার করছিল একটি চক্র। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলা সদরের অনন্ত মাস্টার পাড়া থেকে ১০৮ বোতল বিদেশি মদসহ ট্রাকটি জব্দ করা হয়। এসময় আটক করা হয় ট্রাকে থাকা পানছড়ি উপজেলার মো. জামাল হোসেন, মো. আবু সিদ্দিক ও মো. মোবারক হোসেনকে।

পুলিশ জানায়, আটকদের বিরুদ্ধে শুক্রবার রাতেই খাগড়াছড়ি সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। চক্রের মূল হোতাদের ধরতে আটক তিনজনের বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হবে।

পূর্ববর্তী নিবন্ধজাহেদা আহমেদ
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে বীর মুক্তিযোদ্ধা সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠান