বালুচিস্তানে পর পর বিস্ফোরণ নিহত পাঁচ সেনা

| সোমবার , ২৬ ডিসেম্বর, ২০২২ at ৮:২৫ পূর্বাহ্ণ

 

একাধিক বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের বালুচিস্তান প্রদেশ। গতকাল রবিবার ওই প্রদেশে একের পর এক বিস্ফোরণ ঘটে। এর জেরে মারা গেছেন ৫ পাকিস্তানি সেনা। জখম হয়েছেন আরও বেশ কয়েক জন বাসিন্দা। পাক সেনার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, শনিবার থেকে জঙ্গি দমন অভিযান চালানো হচ্ছিল। কোহলু জেলার কাহান এলাকায় সেনার টহল চলছিল। তার খুব কাছে বিস্ফোরণ ঘটে।

অন্য দিকে, কোয়েটা শহরেও হামলা হয়েছে। শহরের উপনগরী এলাকায় অজ্ঞাতপরিচয় কয়েক জন ব্যক্তি পুলিশ চৌকি লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে। এই ঘটনায় তিন পুলিশকর্মীসহ ৮ জন জখম হয়েছেন। এই হামলার আগে কোয়েটায় গ্রেনেড বিস্ফোরণ ঘটে। সেই হামলায় আরও ৪ জন জখম হয়েছেন। হামলার নিন্দা করেছেন বালুচিস্তানের মুখ্যমন্ত্রী আব্দুল কুদ্দুস বিজেঞ্জো। শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

গত শুক্রবার ইসলামাবাদে বিস্ফোরণ ঘটে। সেই হামলায় এক পুলিশকর্মীর মৃত্যু হয়েছিল। জখম হন আরও কয়েক জন। মাত্র ২ দিনের মধ্যেই পাকিস্তানে আবার বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ বাড়ল সে দেশের প্রশাসনের।

পূর্ববর্তী নিবন্ধ২০২৩ সালের যাত্রায় সওয়ার হবেন কারা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ৮০ হাজার কৃষক পাচ্ছেন কৃষি প্রণোদনা