বালুখালী বাজারে দুই গ্রুপের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া

উখিয়া প্রতিনিধি | রবিবার , ২৫ অক্টোবর, ২০২০ at ৫:৩৫ পূর্বাহ্ণ

উখিয়ার বালুখালী পানবাজারে গতকাল শনিবার স্থানীয় দুই গ্রুপের মধ্যে দফায় দফায় হামলা, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন আহত হয়েছে। স্থানীয় একটি টমটম (ইজিবাইক) অফিস দখলকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বালুখালীর এক টমটম চালক বলেন, ৫/৬ মাস পূর্বে চিহ্নিত কিছু ইয়াবা ব্যবসায়ী অস্ত্র সহ রোহিঙ্গাদের নিয়ে টমটম সমিতির অফিস দখল করতে এসেছিল। এসময় তারা তাণ্ডব চালিয়ে বাজারের বিভিন্ন অফিস, দোকান ভাঙচুর করে। কিন্তু ব্যর্থ হয়ে ফিরে যায়। দুপুর দেড়টার দিকে আবারও হামলা চালায়। এতে টমটম চালক আবু তাহের (৩০), নুরুল আফসার (২৬), ছৈয়দ নুর (৩২), আবুল কালাম (২৪), রিফাত (২২) সহ ৬/৭জন আহত হয়। এ ঘটনার পরে থেকে বালুখালী পান বাজারের অধিকাংশ দোকান বন্ধ রয়েছে।
এ বিষয়ে উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) গাজী সালাহ উদ্দিন বলেন, ঘটনার খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ব্যাপারে জানা যায়। স্থানীয় একটি টমটম অফিস দখলকে কেন্দ্র করে একটা পক্ষ অপর পক্ষের ওপর হামলা চালিয়েছে বলে জানা গেছে। আরও তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধমোটর সাইকেল চোর চক্রের হামলায় নিহত ১
পরবর্তী নিবন্ধরাস্তা পার হতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের