উখিয়ার বালুখালীর একটি ক্যাম্পে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দুপুর আড়াইটার দিকে বালুখালী ৯নং ক্যাম্পে সংঘটিত অগ্নিকাণ্ডে কয়েকটি ঘর, দোকান ও মাদরাসা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসময় আগুন নেভাতে যাওয়া ফায়ার সার্ভিসের কর্মীদের বাধা এবং তাদের ওপর হামলা চালিয়েছে একদল রোহিঙ্গা।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকালের অগ্নিকাণ্ডে রোহিঙ্গাদের ৮/১০ ঘর, দোকান, একটি মাদরাসা ও একটি এনজিও অফিস ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় রোহিঙ্গারা আগুন লাগার সাথে সাথে তা নেভাতে কাজ শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।
উখিয়া ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মো. এমদাদ জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে যায়। উখিয়া ফায়ার সার্ভিসের টিম দ্রুত ঘটনাস্থলে না পৌঁছালে আগুন আরো তীব্র মাত্রায় ছড়িয়ে পড়ত। তবে ঘটনাস্থলের কাছাকাছি একদল রোহিঙ্গা লাঠিসোটা নিয়ে ফায়ার সার্ভিস কর্মীদের বাধা প্রদান এবং হামলা চালিয়ে চেষ্টা চালিয়েছে বলে জানান উখিয়া স্টেশন ইনচার্জ।