নগরীর চকবাজারস্থ অত্যাধুনিক শপিং মল বালি আর্কেডে আন্তর্জাতিক মানসম্মত স্নেকোলজি ফুড বারের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক এম.এ মালেক। বিশেষ অতিথি ছিলেন বালি আর্কেডের প্রতিষ্ঠাতা ও শেঠ গ্রুপের চেয়ারম্যান সোলাইমান আলম শেঠ, লায়ন্সের প্রাক্তন জেলা গভর্নর লায়ন মোশতাক হোসাইন, শেঠ প্রপার্টিজের অপারেশন ডিরেক্টর তুল-উ-সামস। প্রধান অথিথি বলেন, অনেকের মতে বাংলাদেশ বিশেষ করে চট্টগ্রামে এই প্রথম বিশ্ব মানের মুখরোচক বিভিন্ন দেশের খাবার ও তাৎক্ষণিকভাবে তৈরীকৃত এই খাবারের মান ও সেবা নিয়ে ভোক্তারা সন্তুষ্ট থাকবেন। পাশাপাশি খাদ্যের পুষ্টিমান ও পরিচ্ছন্নতার প্রতি কর্তৃপক্ষ সবসময় দৃষ্টি দেবেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, স্নেকোলজির চেয়ারম্যান আনোয়ারুল কবির বিপু, লায়ন আশরাফুল আলম আরজু, অধ্যাপক নুরুল বশর। কবি মো. কামরুল ইসলাম, স্নেকোলজির পরিচালক লায়ন মো. হুমায়ুন কবির, লায়ন লুভনা হুমায়ুন সুমি, লায়ন কবিরুল ইসলাম, লায়ন শাহেলা আবেদীন, লায়ন সায়মা সুলতানাসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রেস বিজ্ঞপ্তি।