কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে চট্টগ্রাম আসার পথে পটিয়া বাইপাস এলাকায় মারছা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে দুইজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তল্লাশিকালে তাদের কাছ থেকে বালিশ ও তোষকের ভিতর লুকিয়ে রাখা ১৮ হাজার ৫৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে তাদের আটক করা হয় বলে র্যাবের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গ্রেপ্তার দুজন হলেন– সুমি আক্তার (২০) ও ইসমাইল হোসেন সজীব (২১)। তারা ঢাকার মিরপুরের বাসিন্দা বলে র্যাব সূত্র জানিয়েছে।
র্যাব–৭ এর সহকারী পরিচালক এসএসপি মাশকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া বাইপাস সড়কে বিশেষ চেকপোস্ট স্থাপন করে বিভিন্ন পরিবহনে তল্লাশি চালানো হয় শুক্রবার। এসময় কক্সবাজার থেকে চট্টগ্রামে আসা মারছা পরিবহনের একটি বাস তল্লাশি চালানোর সময় বাসে থাকা দুই তরুণ–তরুণীর আচরণ সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা বহনের কথা স্বীকার করে। তাদের সাথে থাকা প্লাস্টিকের বস্তার ভেতরে বালিশ ও তোষক কেটে এবং ট্রাভেল ব্যাগ থেকে ১৮ হাজার ৫৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এএসপি মাশকুর বলেন, গ্রেপ্তার তরুণ–তরুণী মাদক ব্যবসার অংশীদার। তারা আগেও কক্সবাজার থেকে মাদক কিনে বিভিন্ন কৌশলে ঢাকা নিয়ে গিয়েছিলেন বলে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে পটিয়া থানায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।