‘বালতি ভাঙার জেরে ভাইকে পিটিয়ে হত্যা’

| শনিবার , ২৪ অক্টোবর, ২০২০ at ৮:৩৯ পূর্বাহ্ণ

নারায়ণগঞ্জে ঝড়ে কলাগাছ পড়ে প্লাস্টিকের বালতি ভাঙার জেরে ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার বিকাল পৌনে ৪টার দিকে এই হত্যাকাণ্ডের পর পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে বলে আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানিয়েছেন।
নিহত ফজলুল হক (৬৫) জেলার আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী পূর্বপাড়া এলাকার গণি মিয়ার ছেলে। খবর বিডিনিউজের।
ওসি নজরুল প্রাথমিক তদন্তের তথ্যে বলেন, ফজলুল হকের সঙ্গে তার ছোট ভাই এবাদুল্লাহর পারিবারিক কলহ চলছে। বিকালে ফজলুল বাড়ির সীমানায় প্লাস্টিকের বালতি রেখে কাজ করছিলেন। সীমানা সংলগ্ন এবাদুল্লাহর একটি কলাগাছ ঝড়ে আচমকা ভেঙে বালতির ওপরে পড়ে। এতে প্লাস্টিকের বালতি ভেঙে যায়। ফজলুল ক্ষতিপূরণ দাবি করেন। কিন্তু ছোট ভাই এবাদুল্লাহ ক্ষতিপূরণ দিতে অস্বীকার করেন। এ ঘটনায় তর্কের একপর্যায়ে এবাদুল্লাহ ও তার স্ত্রী সেলিনা লাঠি দিয়ে পিটিয়ে ও কিল-ঘুষি মেরে ফজলুকে ঘটনাস্থলেই হত্যা করেন বলে অভিযোগ।
ওসি বলেন, পুলিশ এবাদুল্লাহর স্ত্রী সেলিনাকে (৪০) গ্রেপ্তার করেছে। এবাদুল্লাহকে গ্রেপ্তারের চেষ্টাসহ পুলিশ ঘটনা তদন্ত করছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধখালের বাঁধে কয়েক জায়গায় সাময়িক জলাবদ্ধতা
পরবর্তী নিবন্ধত্রিপক্ষীয় বৈঠকের আশ্বাস চীনের