বালকে হাটহাজারী, বালিকায় লোহাগাড়া চ্যাম্পিয়ন

বঙ্গবন্ধু-বঙ্গমাতা (অ-১৭) গোল্ডকাপ ফুটবল

| সোমবার , ১৩ নভেম্বর, ২০২৩ at ১০:২২ পূর্বাহ্ণ

ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং চট্টগ্রাম জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা েেশখ ফজিলাতুন্নেছা মুজিব (অনূর্ধ্ব১৭) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চট্টগ্রাম জেরা পর্যায়ের খেলা সম্পন্ন হয়েছে। এতে বালক বিভাগে হাটহাজারী আর বালিকা বিভাগে লোহাগাড়া দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জণ করে। গতকাল নগরীর রেলওয়ে পোলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত বালক বিভাগের জেলা পর্যায়ের ফাইনালে টাইব্রেকারে হাটহাজারী বালক দল ৫৪ গোলে আনোয়ারা বালক দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। নির্ধারিত সময়ের খেলা গোল শূণ্য ড্র ছিল। অপর দিকে বালিকা বিভাগের ফাইনালে টাইব্রেকারে লোহাগাড়া বালিকা দল ৩২ গোলে রাউজান বালিকা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। নির্ধারিত সমরে খেলা ১১ গোলে ড্র ছিল। জেলা পর্যায়ে বালিকা বিভাগে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় রাউজানের শারমিন আকতার। সর্বোচ্চ গোলদাতা পটিয়ার তানজু আকতার (৪ গোল)। বালক বিভাগে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় আনোয়ারার মো: সিফাত, সর্বোচ্চ গোলদাতা হাটহাজারীর মনসুর আলী (২ গোল)। মহানগর পর্যায়ের বালিকা বিভাগে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা পাহাড়তলী থানার জান্নাতুল ফেরদৌস, বালক বিভাগে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ডবলমুরিং থানার মো: ওয়াহিদ, সর্বোচ্চ গোলদাতা বন্দর থানার মো: শান্ত (৪ গোল)। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এম.পি। চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদি উর রহিম জাদিদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ..ম নাছির উদ্দীন। সিজেকেএস নির্বাহী সদস্য হাসান মুরাদ বিপ্লব এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব ও চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ (কাজল), লোহাগাড়া, রাউজান, হাটহাজারী, সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার যথাক্রমে শরীফ উল্লাহ, আবদুস সামাদ সিকদার, এ বি এম মশিউজ্জামান, মিল্টন বিশ্বাস, সিজেকেএস সহসভাপতি দিদারুল আলম চৌধুরী, .কে.এম. এহসানুল হায়দার চৌধুরী (বাবুল), মো. হাফিজুর রহমান, সিজেকেএস অতিরিক্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ সাহাব উদ্দীন (শামীম), যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, মোঃ মশিউর রহমান চৌধুরী, নির্বাহী সদস্য আলহাজ্ব আবুল হাসেম, মোহাম্মদ ইউসুফ, অহীদ সিরাজ চৌধুরী স্বপন, মোহাম্মদ শাহজাহান, মো: দিদারুল আলম, নাসির মিঞা, প্রদীপ কুমার ভট্টাচার্য্য, রাউজান, হাটহাজারী, লোহাগাড়া, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক যথাক্রমে মোহম্মদ ওসমান গনি রানা, মোহাম্মদ জাফর ও এস কে শামসুল আলম। সিজেকেএস কাউন্সিলর শাহজাদা আলম, ইঞ্জি. জসিম উদ্দীন, রায়হান উদ্দীন রুবেল, কাজী জসিম উদ্দীন, এস এম ইকবাল মোর্শেদ, সাইফুল আলম খাঁন, রাশেদুর রহমান মিলন, সুমন দে, আজাদ রহমান, ফারুক আহমেদ প্রমুখ। এ টুর্নামেন্ট থেকে মহানগর ও জেলা পর্যায়ে বালক ও বালিকা বিভাগে ২৫ জন করে মোট ১০০ জন খেলোয়াড় বাছাই করা হয় এবং তারা পরবর্তীতে জেলা ও মহানগর দলের হয়ে বিভাগীয় পর্যায়ে টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।

পূর্ববর্তী নিবন্ধদুটি মনোনয়ন পত্রের উপর আপত্তি প্রদান
পরবর্তী নিবন্ধপটিয়া-বিসিআইসি খেলা ড্র