চট্টগ্রাম উপ–আঞ্চলিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজিত ৫৪তম শীতকালীন ক্রীড়া আসরের বালক বিভাগের ক্রিকেট প্রতিযোগিতায় কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার শীলখালী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গতকাল রোববার নগরীর হাজেরা তজু স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে শীলখালী উচ্চ বিদ্যালয় ৮ উইকেটে চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার করেরহাট কামিনি মজুমদার উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। প্রথমে ব্যাটিংয়ে নেমে কামিনি মজুমদার উচ্চ বিদ্যালয় ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৯১ রান করে। জবাবে শীলখালী উচ্চ বিদ্যালয় ২ উইকেটের বিনিময়ে ৯২ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে। অন্যদিকে একই ভেন্যুতে অনুষ্ঠিত বালিকা বিভাগের ফাইনালে ফেনী জেলার বিষ্ণপুর হাইস্কুল ১১ রানে খাগড়াছড়ি জেলার মনিগ্রাম হাইস্কুলকে পরাজিত করে। এই দুই বিজয়ী দল আগামী ২১ জানুয়ারি সিলেট জেলা সদরে অনুষ্ঠিতব্য বকুল অঞ্চলের ক্রিকেট প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। পাশাপাশি কুমিল্লা উপঅঞ্চল ও সিলেট উপঅঞ্চলের ক্রিকেট দলও পরস্পরের মোকাবিলা করবে। গতকাল প্রতিযোগিতা শেষে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর ড. এ কে এম সামছু উদ্দিন আজাদ প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। মাউশি চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনীর সভাপতিত্বে এবং হাজেরা তজু স্কুলের সিনিয়র শিক্ষক এমরান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাগতিক স্কুলের প্রধান শিক্ষক মো. আলমগীর, প্রতিযোগিতার খেলাগুলো পরিচালনা করেন আবদুল হামিদ সওদাগর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবদুল মাবুদ, আলকরণ নুর আহমদ সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. ইকবাল হোসেন, বাকলিয়া সরকারি হাইস্কুলের সিনিয়র শিক্ষক সঞ্জয় বড়ুয়া ও হাজেরা তজু হাইস্কুলের সিনিয়র ক্রীড়া শিক্ষক মো. শাহাবুদ্দিন। আজ সোমবার চট্টগ্রাম উপঅঞ্চলের অ্যাথলেটিক্স প্রতিযোগিতা হাজেরা তজু হাইস্কুল মাঠে সকাল ৯টায় উদ্বোধন করা হবে। মাউশি চট্টগ্রাম অঞ্চলের পরিচালক প্রফেসর মো. ফজলুল কাদের চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করবেন। বিকেলে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন।











