প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চট্টগ্রাম জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে যথাক্রমে বাঁশখালী উপজেলার জালিয়াখাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ফটিকছড়ি উপজেলার জুজখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু টুর্নামেন্টের ফাইনালে বাঁশখালী উপজেলার জালিয়াখাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৪–৩ গোলে পটিয়া উপজেলার সুচক্রদণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। নির্ধারিত সময়ের খেলা গোল শূন্য ড্র ছিল। অপরদিকে বঙ্গমাতা বিভাগের ফাইনালে ফটিকছড়ি উপজেলার জুজখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১–০ গোলে পটিয়া উপজেলার চক্রশালা মাতাঙ্গিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। বিজয়ী দলের পক্ষে নুপুর সিং একমাত্র গোলটি করে। এই দুই দল চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে চট্টগ্রাম জেলা প্রতিনিধিত্ব করবে।
গতকাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ, বিশেষ অতিথি ছিলেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বনিক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এস এম শহীদুল ইসলাম, সিজেকেএস যুগ্ম সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, মশিউর রহমান চৌধুরী, সি.জে.কে.এস ভারপ্রাপ্ত ফুটবল সম্পাদক আখতারুজ্জামান, সিজেকেএস নির্বাহী সদস্য জি এম হাসান, অহীদ সিরাজ চৌধুরী স্বপন, হাসান মুরাদ বিপ্লব, দিদারুল আলম, নাসির মিয়া, বনফুল গ্রুপ অব কোম্পানিজের জেনারেল ম্যানেজার আমানুল আলম, সিজেকেএস কাউন্সিলর মকসুদুর রহমান বুলবুল, আলি হাসান রাজু, রায়হান উদ্দিন রুবেল, কাজি জসিম উদ্দিন, আবু জাহেদ, সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রিটন কুমার বড়ুয়া। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে ট্রফিসহ নগদ ৫ হাজার টাকা এবং রানার্স আপ দলকে ট্রফিসহ নগদ ৩ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়। বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে হালিশহর হাউজিং এস্টেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লিজন আর সর্বোচ্চ গোলদাতা হয়েছে হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ কোরানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়াজ উদ্দীন নোহান। ৪টি গোল করে সে। অপরদিকে বঙ্গমাতা টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে ফটিকছড়ি উপজেলার জুজখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নুপুর সিং আর সর্বোচ্চ গোলদাতা হয়েছে পটিয়া চক্রশালা মাতঙ্গিনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আরিফা সুলতানা।