বার আউলিয়া আইডিয়াল কিন্ডারগার্টেনে পুরস্কার বিতরণ

সীতাকুণ্ড প্রতিনিধি | শনিবার , ৪ জানুয়ারি, ২০২৫ at ৬:০১ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড উপজেলার বার আউলিয়া আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া, পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিন্ডারগার্টেনের পরিচালক আলহাজ্ব মোঃ আলমগীর হোসেন। মাস্টার আলী আকবর আজাদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন্নাহার চৌধুরী নেলী। তিনি বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ডআজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ, প্রত্যেক বাবামাকে উদ্দেশ্যে করে তিনি বলেন সুশিক্ষায় শিক্ষিত করবেন, পরিষ্কার পরিচ্ছন্নভাবে সন্তানকে স্কুলে পাঠাবেন, আপনাদের ছেলেমেয়ে স্কুল থেকে বাসায় যাওয়ার পরে শিক্ষক মহোদয় কি পড়াশোনা করালো সেটা নিয়ে সন্তানের সাথে আলোচনা করবেন। মনে রাখতে হবে প্রাথমিক বিদ্যালয় যে ভিত তৈরি ও মজবুত হবে সেটা শিক্ষার্থীর সারা জীবনের সঞ্চয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সীতাকুণ্ড উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর আলম বিএসসি, সাংবাদিক কামরুল ইসলাম দুলু, হলি কেয়ার ইন্টারন্যাশনাল কিন্ডারগার্টেন এর পরিচালক ওসমান গনি, গুড লাইফ ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক শফিউল গাউস চৌধুরী মামুনসহ উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। পরে বার্ষিক ক্রীড়ার বিজয়ী, পরীক্ষার ফলাফল প্রকাশের পর ১ম, ২য়, এবং ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধপ্রগতিশীল নাগরিক সমাজের সমাবেশ
পরবর্তী নিবন্ধবিজয় ’৭১ এর যুগ পূর্তি উৎসব