সীতাকুণ্ড উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়াস্থ দলাইয়ার পাড়া তরুণ সমাজের আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি দলইয়ার পাড়া মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। গত বুধবার সন্ধ্যায় আমিনউল্লা পেট্রোল পাম সংলগ্ন মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা নির্ধারিত সময়ে গোলশুন্য ড্র হওয়ায় টাইব্রেকারে বাংলাদেশ ওয়ারিয়র্স ৪–৩ গোলে আনবিটেবল এফসিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টে ১০টি দল অংশগ্রহন করে। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন ৮ নং সোনাইছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি নুর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর চৌধুরী। ইউনিয়ন বিএনপির সাবেক সহ–সভাপতি মোহাম্মদ ইদ্রিসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিমুদৌলা, ওয়ার্ড বিএনপির সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. নুর উদ্দিন, কুমিরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আলমগীর মেম্বার, সমাজসেবক তারেক পারভেজ, ওয়ার্ড যুবদল সভাপতি মোহাম্মদ মোস্তফা, সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম, আবু সুফিয়ান অপু, আলী আকবর, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ওসমান আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ নেজাম প্রমুখ।