(৩২,২১৮)
ঘনিয়ে এলো বার্ষিক পরীক্ষা
চিন্তায় আমি মরি,
সব বিষয় যে পড়ছি আমি
সারাটা দিন ধরি।
অঙ্ক নিয়ে ভয় যে আমার
কীভাবে যে কী করি,
ভালো কিছু করার আশায়
একটু বেশিই চর্চা করি।
পরীক্ষা শেষে ঘুরতে যাবো
মাসি–পিসির বাড়ি,
থাকবো মেতে হেসে–খেলে
বেশ ক’টা দিন ধরি।