পিনাকল চার্টার্ড স্কুল এন্ড কলেজ
পিনাকল চার্টার্ড স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গত শনিবার হিলভিউ ফরেস্ট একাডেমি মাঠে অনুষ্ঠিত হয়। সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন, শপথ পাঠ এবং বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন। বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান সোলায়মান খান মাসুম, ভাইস চেয়ারম্যান মাহফুজুর রহমান, সেক্রেটারী আনোয়ার সিদ্দিক চৌধুরী এবং অধ্যক্ষ শাহীন আলম সহ প্রতিষ্ঠানের অন্য শিক্ষকরা। মার্চ পাস্ট ও দলগত ডিসপ্লের পর বিভিন্ন ক্রীড়া ইভেন্টের মধ্যে ছিল, চকলেট দৌড়, ফ্রগ জাম্প, রিলে দৌড়, লং জাম্প, স্কিপিং, কক ফাইট, বেলুন ফুটানো, বিস্কুট খেলা, সুঁই–সূতা দৌড়, মার্বেল–চামচ দৌড়, বল কালেকশন, যেমন খুশি তেমন সাজো। ক্রীড়া শিক্ষক ও ইভেন্ট পরিচালক মোহাম্মদ ইসহাকের তত্ত্বাবধানে নজরুল, তিতুমীর এবং জয়নুল হাউজে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশ নেয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বিকালে পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি চৌধুরী ফরিদ। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নজরুল হাউজ। পরে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ শাহীন আলম।
ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং
ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাংয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত রোববার সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ আসাদ আদিলের সভাপতিত্বে ও শিক্ষক ফখরুল আবেদিন এবং লুৎফুন্নেসা ডেইজির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৮নং শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মো. মোরশেদ আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিচালনা পরিষদের সদস্য অধ্যাপক এম.এ হাশেম, অধ্যক্ষ মোস্তফা রেজাউল মনির, ইমদাদুল ইসলাম, ডা. নাসির উদ্দীন, স্থপতি আল নোমান মুহাম্মদ ইউনুস, নাসির উদ্দীন, আবুল হোসাইন মোল্লা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সেকশান কো–অর্ডিনেটর হিজবুন নাহার, জুনিয়র সেকশান কো–অর্ডিনেটর রোজিনা আক্তার, মাতলুবা নাসরিন ও বদরুল আহসান প্রমুখ। এদিন সকালে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের মাঝে মোট ২২টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার ও সনদ প্রদান করেন। পরে স্কুল পরিচালনা পরিষদের চেয়ারম্যান ও বিশিষ্ট অর্থোপেডিঙ সার্জন ডা. এটিএম রেজাউল করিম সকল শিক্ষার্থী, শিক্ষক–শিক্ষিকা, কর্মচারীবৃন্দ ও অভিভাবকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। প্রেস বিজ্ঞপ্তি।