আসছে কমনওয়েলথ গেমস ও ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশের পতাকা থাকবে দুই কৃতি নারী অ্যাথলেটের হাতে। এরা হলেন মাবিয়া আক্তার সীমান্ত ও ফাতেমা মুজিব। দুজনই আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে সাফল্য এনে দিয়েছেন। দুই অ্যাথলেটকে এবার তাই সম্মানিত করল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। আগামী ২৮ জুলাই ইংল্যান্ডের বার্মিংহামে শুরু হবে কমনওয়েলথ গেমস।
এরপর ৯ অগাস্ট তুরস্কে শুরু ইসলামিক সলিডারিটি গেমস। শিলং ও গুয়াহাটির পর ২০১৯ সালে নেপালের কাঠমান্ডু-পোখারার এসএ গেমসে ভারোত্তোলনে সোনা জিতেছিলেন মাবিয়া। দেশের প্রথম ভারোত্তোলক হিসাবে এস এ গেমসে টানা দুই আসরে সোনা জেতা এই অ্যাথলেট কমনওয়েথ গেমসে দেশের পতাকা বহন করবেন। নেপালের এসএ গেমসে ফেন্সিং থেকে বাংলাদেশকে প্রথম সোনা এনে দেওয়া ফাতেমা ইসলামিক সলিডারিটি গেমসে বহন করবেন লাল-সবুজ পতাকা।
কমনওয়েলথ গেমসে এবার ৭টি এবং ইসলামিক সলিডারিটি গেমসে ১১টি ডিসিপ্লিনে অংশ নেবে বাংলাদেশ। গ্ল্যাসগো, গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে আব্দুল্লাহ হেল বাকি, শাকিল আহমেদের হাত ধরে শুটিং থেকে সাফল্য পেয়েছে বাংলাদেশ। কিন্তু বার্মিংহামের আসরে শুটিং ডিসিপ্লিন নেই। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সাফল্য পাওয়ার আরেকটি ডিসিপ্লিন আর্চারি, সেটিও নেই কমনওয়েলথ গেমসের এবারের আসরে।
সবশেষ এসএ গেমসে আর্চারির ডিসিপ্লিনের ১০ ইভেন্টের সবগুলো থেকেই সোনা জিতেছিল বাংলাদেশ। ইসলামিক সলিডারিটি গেমসে অবশ্য আর্চারি আছে। বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা ইসলামিক সলিডারিটি গেমস নিয়ে সম্ভাবনার কথা জানান। তিনি বলেন, ‘এবারের কমনওয়েলথ গেমসে শুটিং ও আর্চারি নেই। এই দুটি ডিসিপ্লিন না থাকায় আমাদের পদকের সম্ভাবনা কিছুটা কমে গেল। তবে জিমন্যাস্টিক্স ও অ্যাথলেটিক্সে আমরা ভাল করার প্রত্যাশা করছি। ইসলামিক সলিডারিটি গেমসে যেহেতু আর্চারি রয়েছে, সেখান থেকে আমরা সোনার পদক আশা করছি।