চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ–সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রকাশ বার্মা সাইফুলকে আটক করা হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। গতকাল সোমবার সকাল ১০টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে বলে দাবি করা হয়।
পুলিশের একটি সূত্র বলছে, সিএমপি ডিবির একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে। তবে এ বিষয়ে সিএমপির পক্ষ থেকে এখনো কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেননি।
এ বিষয়ে সাইফুলের ভাই ছাত্রদল নেতা মো. শহীন অভিযোগ করে বলেন, চিকিৎসার উদ্দেশ্যে তার ভাই ঢাকায় গিয়েছিলেন। সেখানে ডিবির সদস্য পরিচয়ে তাকে তুলে নিয়ে যায়। বিষয়টি জানার পর তারা চট্টগ্রামে পুলিশের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলেও কেউই আটকের বিষয়টি স্বীকার করেননি।
এর আগেও অস্ত্র, মাদক এবং সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন বার্মা সাইফুল।












