বার্বাডোজে হালাল খাবার পাচ্ছে না আফগান ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক

| শনিবার , ২২ জুন, ২০২৪ at ৫:৪৮ পূর্বাহ্ণ

সুষম খাদ্য একজন মানুষের ভালো থাকার জন্য সবচেয়ে দরকারি জিনিস। ক্রিকেটারদের তো খাদ্যাভ্যাস আরো বেশি মেনে চলতে হয়। টিটোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন ক্রিকেটারদের নিয়ম করে খাবার খাওয়াটা অত্যন্ত জরুরি। কিন্তু খাবার খেতে যদি নানারকম সমস্যার সম্মুখিন হতে হয় তাহলে তো পারফরম্যান্সে এর প্রভাব পড়বেই। এমন অবস্থার মধ্যে পড়তে হয়েছে আফগানিস্তান ক্রিকেট দলকে। বার্বাডোজে ভারতের বিপক্ষে ম্যাচে নামার আগে খাবার নিয়ে নানা সমস্যার কথা জানালেন অধিনায়ক রশিদ খান। ২০২২ সালের গণনা অনুয়ায়ী বার্বাডোজে প্রায় ৩ লক্ষ মানুষ বসবাস করে। যেখানে ৭৫ ভাগই খ্রিস্টান ধর্মাবলম্বী। মুসলিম জনগোষ্ঠী রয়েছে সবমিলিয়ে তিন হাজারের মতো। আফগানিস্তান মুসলিম প্রধান দেশ। সুতরাং যেখানেই যান আফগান ক্রিকেটাররা হালাল খাবার খেয়ে থাকেন। কিন্তু বার্বাডোজে হালাল খাবার খুঁজে পাওয়াই দায় হয়ে দাঁড়িয়েছে। আফগান অধিনায়ক রশিদ খান একটি টিভি টকশোতে এমনটা জানান। এমনকি আইসিসির নির্ধারিত খাবারের জায়গায়ও হালাল খাদ্য প্রায় নেই বললেই চলে। প্রায় সময়ে নিজেদের খাবার নিজেদের রান্না করে খেতে হচ্ছে আফগানিস্তান ক্রিকেট দলকে।

পূর্ববর্তী নিবন্ধউত্তর কোরিয়াকে অস্ত্র দেবেন পুতিন, উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র
পরবর্তী নিবন্ধমাহমুদউল্লাহ রিয়াদের অস্বস্তির রেকর্ড