বার্ডস স্পোর্টিং ক্লাব এবং মুক্তকণ্ঠের জয়লাভ

সিজেকেএস দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ১১ মার্চ, ২০২২ at ৮:৫১ পূর্বাহ্ণ

মুজিববর্ষ সিজেকেএস দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের ‘সি’ গ্রুপে বার্ডস স্পোর্টিং ক্লাব এবং মাদারবাড়ী মুক্তকণ্ঠ নিজ নিজ খেলায় জয়লাভ করেছে। গতকাল বৃহস্পতিবার বার্ডস স্পোর্টিং ক্লাব ২৩১ রানের বিশাল ব্যবধানে সিটি ক্লাবকে এবং অপর খেলায় মাদারবাড়ী মুক্তকণ্ঠ ৫ উইকেটে বক্সিরহাট ইয়ংমেন্স ক্লাবকে পরাজিত করে।
এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় টসে জিতে বার্ডস প্রথমে ব্যাট করতে নামে। দলের ওপেনার ফারহান বিল্লাহ সাজিদের অনবদ্য সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে তারা ৩২৫ রানের পাহাড় গড়ে তোলে। সাজিদ ১৩৩ বল খেলে ১২৬ রান করে আউট হন। ৯টি চার এবং ২টি ছক্কা হাঁকান তিনি। সাজিদ ছাড়া আশফাক আহমেদ ৬৬,জাহেদুল হাসান ৪৪,সাইফুদ্দিন কায়সার ২৮ এবং শাফিন মনির ১২ রান করেন। অতিরিক্ত থেকে আসে ৩৪ রান। সিটি ক্লাবের আরিফুল ইসলাম এবং মো. আজাদ ৩টি করে উইকেট নেন। ৩২৬ রানের লক্ষ্যে খেলতে নেমে সিটি ক্লাব ২৬.৫ ওভার খেলে মাত্র ৯৪ রানে গুটিয়ে যায়। মো. আজাদ সর্বোচ্চ ৪০ রান করেন। এছাড়া আলী জাকের ১৩ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১৬ রান। বার্ডস স্পোর্টিংয়ের জাহেদুল হাসান ৪ রান দিয়ে এবং আবির চৌধুরী ২১ রান দিয়ে ৩টি করে উইকেট তুলে নেন। ১টি উইকেট পান ইমরান আলম সাজিব। বার্ডস তাদের আগের খেলায় পরাজিত হয়েছিল। অন্যদিকে সিটি ক্লাব তাদের দুটি খেলাতেই হার মেনেছে।
মহিলা কমপ্লেক্স মাঠে লো স্কোরিং ম্যাচে বক্সিরহাট ইয়ংমেন্স ক্লাব টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে। ২৬.৪ ওভার ব্যাট করে মাত্র ৫৮ রানে অল আউট হয়ে যায় তারা। দলের আমিনুল ইসলাম অপ. ১৭ এবং তালহা চৌধুরী ১২ রান ছাড়া আর কেউ দ্বি-অংকের ঘরে পৌঁছতে পারেনি। মুক্তকণ্ঠের জুনাইদ হোসেন ১৫ রান দিয়ে ৪টি এবং আবদুল্লাহ আল মামুন ১৩ রান দিয়ে ৩টি উইকেট দখল করেন। রবিউল হোসেন ১৫ রান দিয়ে ২টি উইকেট পান। জবাবে মাদারবাড়ী মুক্তকণ্ঠ ২৫.৪ ওভার ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ৬০ রানে পৌঁছে যায়। দুই ওপেনার দ্রুত বিদায় হলেও গিয়াসউদ্দিনের অপরাজিত ৩০ রানের বদৌলতে তারা লক্ষ্যে পৌঁছে। অতিরিক্ত রান হয় ১১। বক্সিরহাটের সাজ্জাদুর রহমান ১২ রান দিয়ে ৩টি উইকেট পান। ১টি করে উইকেট দখল করেন হাসান মো. আকরাম এবং সাঈদ আনোয়ার। মাদারবাড়ী মুক্তকণ্ঠ এ নিয়ে তাদের দুটি খেলাতেই জয়লাভ করলো। অন্যদিকে বক্সিরহাট তাদের প্রথম খেলায় জয়লাভ করলেও গতকালের খেলায় পরাজিত হলো।

পূর্ববর্তী নিবন্ধবিসিবির কেন্দ্রীয় চুক্তি ঘোষণা
পরবর্তী নিবন্ধওয়ার্নের শেষ বিদায় হবে ৩০ মার্চ