বারৈয়ারঢালা পশ্চিম ধর্মপুর সড়কের কাজ উদ্বোধন

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ৮ এপ্রিল, ২০২২ at ৫:০৫ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের বারৈয়ারঢালা ইউনিয়নের পশ্চিম ধর্মপুর সড়কের সংস্কার কাজ উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে গতকাল সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়ক সংস্কার কাজের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, উপজেলা প্রকৌশলী গোলাম মোস্তফা, ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন, আওয়ামী লীগ নেতা মো. আসলাম হাবিব, ইউপি সদস্য শামীম সরোয়ার ও ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক আলাউদ্দিন মামুন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধদুর্নীতির কারণে আজ দেশের বেহাল অবস্থা : ডা. শাহাদাত
পরবর্তী নিবন্ধ৮নং ওয়ার্ডে এলবিয়ন গ্রুপের ইফতার সামগ্রী বিতরণ