বারৈয়ারঢালা ওয়ার্ড যুবলীগ কার্যালয়ে ভাঙচুর ককটেল নিক্ষেপ

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ৮ ডিসেম্বর, ২০২২ at ৬:২৯ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে উদ্বোধনের ৪ ঘণ্টার মধ্যে যুবলীগের কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় কয়েকটি ককটেল নিক্ষেপ করা হয়। গতকাল বুধবার সন্ধ্যা সাতটায় উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের টেরিয়াইল বাজারে ৯ নং ওয়ার্ড যুবলীগের কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। হামলায় ৯নং ওয়ার্ড যুবলীগ সভাপতিসহ দুইজন গুরুতর আহত হয়। এদিকে হামলার পরে যুবলীগ নেতাকর্মীরা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা হামলায় জড়িত দুর্বৃত্তদের চিহ্নিত করার মাধ্যমে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। খবর পেয়ে রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ।

বারৈয়াঢালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বলেন, যুবলীগের দলীয় কার্যালয়টি গতকাল বিকেলে উদ্বোধন করা হয়। কিন্তু উদ্বোধনের চার ঘণ্টার মধ্যে ২০/৩০ দুর্বৃত্ত যুবলীগের অফিস কার্যালয়ে এসে ব্যাপক ভাঙচুর চালায়।

এসময় অফিস কার্যালয়ে থাকা ওয়ার্ড যুবলীগ সভাপতি তারেক ও যুবলীগ কর্মী মাসুদকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। হামলার এক পর্যায়ে সন্ত্রাসীরা আতঙ্ক ছড়াতে কয়েকটি ককটেল নিক্ষেপ করে।

উপজেলা যুবলীগের সভাপতি মো. শাহজাহান যুবলীগের দলীয় অফিস ভাংচুরের ঘটনার নিন্দা জানিয়ে বলেন, হামলায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। তার ব্যত্যয় ঘটলে যুবলীগের নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশসহ বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, যুবলীগের দলীয় কার্যালয়ে মুখোশধারী দুর্বৃত্তরা হামলা চালিয়েছে জানা যায়। ঘটনাস্থল থেকে কয়েকটি ককটেল জব্দ করা হয়। হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পূর্ববর্তী নিবন্ধমেয়েকে নিয়ে মকবুলের স্ত্রীর উৎকণ্ঠা
পরবর্তী নিবন্ধবেগম রোকেয়া পদকের জন্য মনোনীত হলেন চট্টগ্রামের কামরুন নাহার বেগম