বারিক বিল্ডিং মোড়ে সিটি সার্ভিসের ধাক্কায় নিরাপত্তা রক্ষীর মৃত্যু

আজাদী প্রতিবেদন | সোমবার , ৯ মে, ২০২২ at ৬:০৬ পূর্বাহ্ণ

নগরীর বারিক বিল্ডিং মোড়ে সিটি সার্ভিস বাসের ধাক্কায় আব্দুল গাফফার (৪৫) নামে এক নিরাপত্তা রক্ষীর মৃত্যু হয়েছে। শনিবার (৭ মে) রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আব্দুল গাফফার বোয়ালখালীর কধুরখীল এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

পুলিশ জানায়, রাস্তা পারাপারের সময় দ্রুতগামী ১০ নম্বর সিটি বাস আব্দুল গাফ্‌ফারকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে পথচারীরা বাস চালককে আটক করে বন্দর থানাড সোপর্দ করে।

পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান বলেন, বাসের ধাক্কায় আব্দুল গাফফার ঘটনাস্থলে মারা যান। রাত ১টার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক নিহতের মরদেহ মর্গে পাঠিয়ে দেন।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় বাঁশঝাড়ে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ
পরবর্তী নিবন্ধজসিম উদ্দীন রুমি