নগরের বারিক বিল্ডিং মোড়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। ধৃতরা হচ্ছেন– মো. সাহেদ বশর (৪৫), মো. আরিফ হাসান ওরফে রোমান (২৬), মো. ইমন (২১), আবু হানিফ সোহেল (৩৮), মেহরাজ (৩০), মো. সাহেদ হোসেন (৩১) ও মো. দেলোয়ার হোসেন টিটু (৩৭)। গত সোমবার সকালে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন সাংবাদিকদের জানান, মিছিল থেকে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে ৪টি ক্রিকেট স্ট্যাম্প, একটি ছোট পতাকা, ১৫টি বাঁশের লাঠি ও ২০টি পাথরের খণ্ড জব্দ করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বারিক বিল্ডিং মোড়ে ছাত্রলীগ ঝটিকা মিছিল বের করে। বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর রিফাতের নেতৃত্বে মিছিলে অংশগ্রহণকারীরা সরকারবিরোধী স্লোগান দিতে দিতে গোসাইলডাঙ্গা এলাকার আবুল হাশেম সওদাগর মসজিদের সামনে অবস্থান নেন।












