নগরীর বন্দর থানাধীন বারিকবিল্ডিং এলাকায় রাস্তা পারাপারের সময় সুশান্ত দেব (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুশান্ত পেশায় গাড়ি ব্যবসায়ী বলে জানান বন্দর থানার ওসি জাহেদুল কবির।
বন্দর থানার এসআই ফয়সাল সরোয়ার জানান, রাত সাড়ে ১০টার দিকে বারিকবিল্ডিং এলাকায় বাসের ধাক্কায় গুরুতর আহত হন সুশান্ত দেব। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আমরা রাত সোয়া ১২টার দিকে লাশে সুরতহাল করি।
বন্দর থানার ওসি জাহেদুল কবির দৈনিক আজাদীকে বলেন, নিহত ব্যক্তির নাম সুশান্ত দেবের বাড়ি বোয়াখালীতে। তিনি নগরীর গোসাইলডাঙ্গা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার দুইটি গাড়ি রয়েছে। এসব গাড়ি দেখভাল করতেন। রাত সাড়ে ১০টার দিকে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী বাস তাকে ধাক্কা দিলে দুর্ঘটনার কবলে পড়েন তিনি।