বারদোনা হক মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ৫৮ বছর পূর্তি ও প্রাক্তন ছাত্র–ছাত্রীদের ১ম পুনর্মিলনী প্রাক্তন ছাত্র–ছাত্রী পরিষদ বারদোনা হক মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে আগামী ১ জুলাই (শনিবার) স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পুনর্মিলনীর রেজিস্ট্রেশন করা যাবে ১৫ জুন (বৃহস্পতিবার) থেকে।
রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করা যাবে ০১৬৩৪১৭০১৫৭, ০১৮১৪৯৪৫৫৭৮ ও ০১৮৮২২১৩৪২৫ নাম্বারে। অনলাইন রেজিস্ট্রেশন : https://forms.g1/xKFxpUi6jvBjErc6 পুনর্মিলনীতে সংশ্লিষ্ট সকলকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন ৫৮ বছর পূর্তি ও ১ম পুনর্মিলনী–২০২৩ উদযাপন কমিটির চেয়ারম্যান সাংবাদিক নুরুল আমিন। প্রেস বিজ্ঞপ্তি।












