আনোয়ারায় বারখাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসনাইন জলিল চৌধুরী শাকিল ও বটতলী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি মেম্বার দিদারুল আলমকে পুলিশ গ্রেপ্তার করেছে। গত শনিবার দিবাগত রাতে কোতোয়ালী থানা পুলিশ নগরীর নন্দনকানন এলাকা থেকে শাকিল চেয়ারম্যানকে আর একইদিন রাতে আনোয়ারার রুস্তমহাট এলাকা থেকে বটতলী ইউপির সদস্য দিদারকে আনোয়ারা থানা পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের গতকাল রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। দুইজনের বিরুদ্ধে আনোয়ারা থানায় বিএনপির মিছিলে হামলার ঘটনায় মামলা রয়েছে।